আমতলী ও তালতলীর ৫ গুরুত্বপূর্ণ পদে ১জন কর্মকর্তা
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর ২০২২, ০৪:২৭ দুপুর | অনলাইন সংস্করণ
আমতলী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, তালতলীর সহকারী কমিশনার (ভূমি) তালতলী উপজেলা নির্বাহী অফিসারসহ ৫টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভির।  
গত ২ আগস্ট আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আবদুল্লা বিন রশিদ পদোন্নতি পেয়ে বদলী হন। ৩০ জুন,২০২২ আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম এবং ২৯ নভেম্বর,২০২১  তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল বদলী হন । ৩টি গুরুত্বপূর্ণ পদে কাউকে পদায়ন করা হয়নি। এই পদগুলোতে অতিরিক্ত দায়িত্ব পালনসহ তালতলী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করছেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভির। এছাড়া আমতলীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিচার কাজও তাকে সম্পন্ন করতে হচ্ছে । 
উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভির ৫টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের কথা স্বীকার করে বলেন, ৫টি পদের দায়িত্ব পালন করতে গিয়ে কোনটিই সঠিক ভাবে পালন করা যায় না। তালতলী উপজেলা থেকে আমতলী উপজেলার দুরত্ব অনেক। তারপরও যোগাযোগ ব্যবস্থা ভাল নয়। আসা যাওয়াসহ দায়িত্ব পালন করা আমার জন্য অনেক কঠিন হয়ে পরেছে। 
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহম্মেদ বলেন, আমতলী ও তালতলী উপজেলার শূন্য পদের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এসকল পদে দ্রুত কর্মকর্তা পদায়ন করা হবে।
দীর্ঘদিন ধরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কশিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, তালতলীর সহকারী কমিশনার (ভূমি) না থাকায় প্রশাসনিক ও নির্বাহী আদালতের বিচারসহ অনেক গুরুত্বপূর্ন কাজে স্থবিরতা। দ্রুত এসব গুরুত্বপূর্ণ পদে পদায়নের দাবী জানিয়েছেন স্থানীয় জনগণ ।
 
 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭