চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২২ পালন
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২, ০৩:৩৫ রাত | অনলাইন সংস্করণ
|
'সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার' এই প্রতিপাদ্য নিয়ে ১০ অক্টোবর ২০২২ তারিখ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে সোমবার (১০ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাচোলের উদ্যোগে মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা শেষে র্যালী বের করা হয়। র্যালীটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক ন্যাশনাল কনসালটেন্ট ডা. ইসাকুল কবির, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. আসাদুর রহমান বিপ্লব, নার্সিং সুপারভাইজার সুফিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মো. ইসারুল হক ও সুধা চন্দ্র মাহাতো সহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হলো পৃথিবীর সবার মানসিক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতার দিন। প্রতি বছর ১০ অক্টোবর দিনটিকে মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ-২০১৯ এ দেখা গেছে যে, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা ১৮.৭ ভাগ ও শিশু কিশোরদের শতকরা ১২.৬ ভাগ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে।
বিপুল এই জনগোষ্ঠীর একটি বিরাট অংশ অনেক সময় প্রচলিত ভ্রান্ত ধারনা, কুসংস্কার ও চিকিৎসা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হয়। এতে কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে যা জাতীয় অগ্রগতির উন্নয়নের পথে বড় বাধা। আলোচনায় এই বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করা হয়।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭