১২ অক্টোবর পলোগ্রাউন্ডে লাখো জনতার সমাবেশ হবেঃ ডা. শাহাদাত
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২, ০২:০৫ রাত | অনলাইন সংস্করণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১২ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড ময়দানে লাখো জনতার সমাবেশ হবে। এ সমাবেশ হবে গণতন্ত্র রক্ষার সমাবেশ। এ সমাবেশ জনগণের মৌলিক অধিকার আদায়ের সমাবেশ। এ সমাবেশ ভোটাধিকার পুনরুদ্ধারের সমাবেশ।

তিনি বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম, গুপ্তহত্যা, নির্যাতন নিপীড়ন এবং বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে গায়েবি মামলায় জেলহাজতে পাঠিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা নেই। সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলেই আইসিটি আইনে মামলা হয়। এ সরকার একটি অগণতান্ত্রিক ও মামলাবাজ সরকার।

১২ অক্টোবর পলোগ্রাউন্ডে লাখো জনতার সমাবেশ হবে: ডা. শাহাদাত

সোমবার (১০ অক্টোবর) দুপুরে চকবাজার থানা ও বাকলিয়া থানা যুবদলের যৌথ উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচারণাকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. শাহাদাত হোসেন। ১২ অক্টোবর পলোগ্রাউন্ড ময়দানে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এ লিফলেট বিতরণ ও প্রচারণার আয়োজন করা হয়।

১২ অক্টোবর পলোগ্রাউন্ডে লাখো জনতার সমাবেশ হবে: ডা. শাহাদাত

চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে বাকলিয়া থানা যুবদল আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আই চৌধুরী মামুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, সাধারণ সম্পাদক হাজী ইমরান উদ্দিন, বিএনপি নেতা এটিএম ফরিদ, গুলজার হোসেন লেদু, নগর যুবদলের সহ অর্থসম্পাদক জিয়াউল হক মিন্টু, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলাউদ্দিন, সহ-সমবায়বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সহ তথ্যপ্রযুক্তি সম্পাদক শেখ কামাল আলম, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, মহানগর যুবদলের সদস্য সাব্বির ইসলাম ফারুক, কোতোয়ালি থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিদুয়ানিল হক রিদু, যুবদল নেতা সাদ্দাম উল হক সাদ্দাম, আব্দুল আওয়াল, ওসমান গনি, মো. সোবাহান, জাকির হোসেন, ইয়াকুব খান, মো. রায়হান, মোহাম্মদ আলমগীর, আবুল হোসেন, মোহাম্মদ বাপ্পী, হৃদয় দাস, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ ফরহাদ, মো জসিম, মো. ফরিদ, মো. মুবিন, নেজাম উদ্দিন, কামাল উদ্দীন, মোহাম্মদ সায়েদ, মান্না, রাজু আহমেদ প্রমুখ।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭