রওশন এরশাদ ভুল সিদ্ধান্ত নিলে পার্টির অস্তিত্বই থাকতো নাঃ কাজী মামুন
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর ২০২২, ০২:২০ রাত | অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির আসন্ন সম্মেলনের যুগ্ম আহ্বায়ক ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেছেন, ‘রওশন এরশাদ যদি ভুল সিদ্ধান্তই নিতেন, তাহলে পার্টির অস্তিত্বই থাকতো না। ২০০১ সালে পার্টির কী পরিণতি হয়েছিল, ভুলে গেছেন? তখন এরশাদকে দেশ ছেড়ে যেতে হয়েছিল। তখন আপনারা কে কই ছিলেন? আপনারা ভুলে যান কেন? পল্লীবন্ধুর মাথার ওপর বিএনপির দেওয়া ফাঁসির দঁড়িই ঝুলছিল। এরশাদের বিপদে কেউ যখন তার পাশে ছিল না, তখন বারবারই এগিয়ে এসেছেন রওশন এরশাদ।’

আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার ডাকবাংলোতে জেলা জেলা জাতীয় পার্টির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী মামুন বলেন, ‘বিএনপি ও চুন্নু গংদের ডলার বিনিয়োগে আজ যিনি রওশন এরশাদকে নিয়ে ইউটিউবে কথার দুঃসাহস দেখাচ্ছেন তিনি ছিলেন এরশাদের সামান্য আইটি টেকনিশিয়ান। তিনি ২০১৪ সালের নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে মিথ্যা গল্প সাঁজিয়েছে। সেদিন যারা রওশন এরশাদের পাশে ছিলেন, তারা আজ বুকে হাত দিয়ে জবাব দিন, তিনি কী ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন? রওশন এরশাদের সেদিনের সিদ্ধান্তে এমপি ও মন্ত্রী হয়েছিলেন।’

তিনি বলেন, ‘পল্লীবন্ধুপুত্র সাদ এরশাদকে নিয়ে কিছু বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন। কার দল করে আজ আপনি বড় নেতা, এমপি-মন্ত্রী, তা একটু ভাবুন। পার্টিতে নাম না জানা যাদের রওশন এরশাদ এমপি বানিয়েছেন, তারা আজ বড় বড় কথা বলছেন? সময় হলে কঠিন জবাব দেওয়া হবে, ইনশাআল্লাহ।’

জেলা জাপার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাপার কেন্দ্রীয় নেতা জামাল রানা। জেলা জাপার সদস্যসচিব সৈয়দ মুকাব্বির হোসেনের সঞ্চালনায় সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক ফিরোজ খাঁন, আজিজ আহমেদ, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট এজাজ আহমেদ, আজিম খাঁন বাবু, সোলায়মান মজুমদার, জাতীয় ওলামা পার্টির নেতা মাওলানা সিরাজুল ইসলাম খাঁন, হাফেজ মাওলানা শফিকসহ আরো অনেকে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭