চিকিৎসায় সব রোগীকে সমান গুরুত্ব দিতে হবেঃ বিএসএমএমইউ ভিসি
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ০৯ অক্টোবর ২০২২, ০১:৫৯ রাত | অনলাইন সংস্করণ
|
জনগণের ট্যাক্সের টাকায় চিকিৎসক, নার্সরা পড়াশোনা করে বর্তমানে এ অবস্থানে এসেছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, রোগীরা যখনই চিকিৎসক-নার্সদের কাছে সেবা নিতে আসে, তখন সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। শনিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে জাতির পিতার মাধ্যমে ‘রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধনের ৫০ বছর পূর্তি’ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইপিজিএমআরে রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধনকালে বলেছিলেন, চিকিৎসকদের শুধু শার্ট প্যান্ট পরা রোগীদের সেবা দিলেই হবে না। লুঙ্গি পরা রোগীদেরও সেবা দিতে হবে। যার পোশাক নেই তাদেরও চিকিৎসা দিতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম, ল্যাবরেটোরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, অর্থডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. ফারাহ আনজুম সোনিয়া, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কেএম সাইফুল ইসলাম, ব্লাড ট্রান্সফিউশন বিভাগের কাউন্সিলর সুব্রত বিশ্বাস প্রমুখ। প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালে আইপিজিএমআরে ১৯৭২ সালে ৮ অক্টোবর প্রথম রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন। এটিই স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কর্মসূচি।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭