স্বাগতিকের সুবিধা চাই না, স্পোর্টিং উইকেট চাইঃ বাংলাদেশ কোচ
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ০৫ অক্টোবর ২০২২, ০৪:৩২ সকাল | অনলাইন সংস্করণ
|
সিলেটে নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের নারীরা বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তানের সামনে ব্যর্থ। যেখানে ৯ উইকেটের ব্যবধানে হারে সালমা খাতুন-নিগার সুলতানা জ্যোতিরা। আগামীকাল বুধবার তৃতীয় ম্যাচে মালেয়েশিয়ার বিপক্ষে লড়বে টাইগ্রেস নারীরা। এর আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে দলের প্রধান কোচ মাহমুদ ইমন জানালেন, স্পোর্টিং উইকেটের প্রয়োজন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পিচ ছিলো স্লো, বল ব্যাটে আসছিল দেরিতে। যে কারণে বাংলাদেশ দল সংগ্রহ করে মাত্র ৭০ রান নির্ধারিত ২০ ওভার শেষে। পাকিস্তানের বিপক্ষে এমন পিচ থাকায় আজ সংবাদ সম্মেলনে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন নারীদের এই প্রধান কোচ। মাহমুদ ইমন বলেন, ‘আমি পরিস্কারভাবে বলতে চাই উইকেটের যে আচরণ ছিল এটা ডিসাইডেড ম্যাচ ছিল। আপনারা দেখতে পারবেন উইকেটের আচরণটা। তারপরও আমরা তিন বিভাগেই খারাপ খেলেছি। আমি সত্যি কথা যদি বলি আমি ঘরের দল হিসেবে সুবিধা চাই না। কিন্তু একটা স্পোর্টিং উইকেটের প্রয়োজন। আমি সব জায়গায় দেখেছি, যত জায়গায় মেয়েদের ক্রিকেটের খেলা হয়েছে। চেষ্টা করে স্পোর্টিং উইকেট দেওয়ার।’ কোচ মাহমুদ ইমন বলছেন এমন পিচ তিনি আগে দেখেননি কখনো এমনকি স্থানীয় ক্রিকেটেও না। আগামী বছর বিশ্বকাপ অনুষ্ঠেয় হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে, এর আগে মনোবল বা প্রস্তুতি পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্টই ছিল এমন পিচ। ইমনের মতে, ‘এটা যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট। আমি স্থানীয় ক্রিকেটেও এরকম উইকেট দেখিনি। এটা মেয়েদের ক্রিকেটের জন্য, আমাদের যে এফটিপি ট্যুর আছে, যে কাজগুলো আছে। আমাদের বিশ্বকাপ আছে দক্ষিণ আফ্রিকায়। আমাদের মনোবল ও প্রস্তুতির জন্য এটা একটা পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।’ এমন পিচ নিয়ে আম্পায়ার্স রিপোর্টে অভিযোগ করা নিয়ে প্রধান কোচ ইমন বলেন, ‘কালকে আমাদের ম্যানেজারও আম্পায়ার্স রিপোর্ট এটা দিয়েছে। উইকেট নিয়ে অবশ্যই আমাদের কনসার্ন পারসনদের সঙ্গে কথা হয়েছে। তারাও আমাদের আশ্বস্ত করেছে। যেহেতু এটা এসিসির টুর্নামেন্ট। এসিসির যারা প্রতিনিধি তাদের কাছেই দিয়েছি।’
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭