এখন আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেইঃ শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ০৫ অক্টোবর ২০২২, ০৩:৫৭ রাত | অনলাইন সংস্করণ
|
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। তবে যারা প্রশ্ন ফাঁসের চেষ্টা করে বা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে শহরের বাবুরহাট এলাকায় সর্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত স্বর্গীয় কুলদা প্রসাদ দে বাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষা নিয়ে আমরা এরই মধ্যে একটি পর্যালোচনা সভা করেছি। সভায় এসএসসি পরীক্ষার কোথায় কোনো ত্রুটি-বিচ্যুতি হয়েছে কি না এবং কিভাবে তা আমরা মোকাবিলা করেছি সে বিষয়গুলো আলোচনা হয়েছে। এর মাধ্যমে আমরা যেন আসন্ন এইচএসসি পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করতে পারি, সে চেষ্টায় করা হবে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমরা বিশ্বাস করি, এখানে সব ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ধর্মের ওপর ভিত্তি করে কেউ কারও ওপর জোর-জবরদস্তি করবে না। কারও ওপর অত্যাচার জুলুম করবে না। তিনি বলেন, মানুষের অধিকার রক্ষার জন্য শেখ হাসিনার সরকার কাজ করছে। আমাদের সনাতন ধর্মের ভাইদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। তারা শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করছে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭