সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থায় আছিঃ স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮ রাত | অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, আমরা কারোর অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না। কিন্তু আমাদের উপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়লে তা প্রতিহত করতে বাংলাদেশের সক্ষমতা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বান্দরবান সংলগ্ন চট্টগ্রামের সাতকানিয়াস্থ বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি) এর বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবি’র ৯৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা জেনেছি সীমান্তের ওপারে মিয়ানমার সরকারি বাহিনীর সাথে সেদেশের ‘আরাকান আর্মি’ নামে একটি সশস্ত্র গ্রুপের সাথে লড়াই চলছে। সেদেশে আরাকান আর্মিসহ আরো কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ প্রতিনিয়ত সেখানে সরকারি বাহিনীর সাথে লড়াই করছে। এটি মিয়ানমারের নিজস্ব ব্যাপার। আমাদের সাথে এসব ঘটনার কোনো সম্পর্ক নেই। 

মন্ত্রী বলেন, বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজার টেকনাফ এলাকায় আমরা বিজিবি সদস্য সংখ্যা বাড়িয়েছি। বিজিবি সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ধরণের অনুপ্রবেশ ঘটলে এর শক্ত জবাব দিতে।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এবং বিজিটিসিএন্ডসি’র কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান উপস্থিত ছিলেন।

৯৮ তম রিক্রুট ব্যাচে ৪৬ জন নারীসহ মোট ৮৪৯ জন প্রশিক্ষণ সম্পন্ন করে সৈনিক জীবনে যুক্ত হলেন।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭