হাজারীবাগে কুরিয়ার সার্ভিস ডিপোতে বিস্ফোরণে নিহত ১ জন, দগ্ধ আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৬ দুপুর | অনলাইন সংস্করণ

রাজধানীর হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের মালামাল লোড-আনলোডের সময় কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই একজন মারা যান।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এরপর দগ্ধ তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন- হালিম (২৮) মার্সেল (৩৬) ও আশিক (৪০)। তারা তিনজনই শ্রমিক। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই মারা যান মো. ইলিয়াস (৩৮) নামে আরেক শ্রমিক।

ওই কুরিয়ার সার্ভিসের সুপারভাইজার মো. সোহাগ জানান, মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিসের অফিসের সামনে মালামাল লোড-আনলোডের সময় কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন। ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়।

তিনি জানান, হতাহতদের সবার বাড়ি রাজশাহী জেলায়। তারা এখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, হাজারীবাগের বউবাজার এলাকা থেকে দগ্ধ হয়ে তিনজন এসেছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যজনও যে শঙ্কামুক্ত তা বলা যাবে না।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হক জানান, খবর পেয়ে আমরা দ্রুত বিস্ফোরণস্থলে যাই। বিস্ফোরণে একজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দগ্ধ হন আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭