নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে নাঃ এমরান সালেহ
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৩ রাত | অনলাইন সংস্করণ
|
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার জনজীবন বিপন্ন করে তুলেছে। জনদুর্ভোগ সৃষ্টি করেছে। এর বিরুদ্ধে মানুষ আজ জেগে উঠেছে। হত্যা, নির্যাতন করে চলমান আন্দোলন দমন করা যাবে না। শনিবার ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স। সমাবেশের আগে ত্রিশালের দরিরামপুর থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল ত্রিশাল-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ বলেন, ক্ষমতায় থেকে নির্বাচন করার আওয়ামী সুখ-স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। সাজানো ও পাতানো নির্বাচনের নামে আর প্রহসন করতে পারবে না আওয়ামী লীগ। ইনশাআল্লাহ নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিয়ে জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় টিকে থাকতে পুলিশসহ নিরাপত্তা বাহিনীকে জনগণের মুখোমুখি দাড় করিয়ে সর্বনাশা খেলায় মেতে উঠেছে। ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমদ বাচ্চু, শুক্কর মাহমুদ ববি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু প্রমুখ বক্তব্য রাখেন।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭