জনগণের কঠোর পরিশ্রম ছাড়া দেশ এগিয়ে নেওয়া সম্ভব ছিল নাঃ রেলপথ মন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:২১ রাত | অনলাইন সংস্করণ

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে আমরা অনেক দূরে এগিয়েছি। যা আমাদের যোগ্য নেতৃত্ব ও জনগণের কঠোর পরিশ্রম ছাড়া সম্ভব ছিল না। আমাদের রাজনীতি, অর্থনীতি ও শাসন ব্যবস্থায় জাতির পিতার আদর্শকে প্রতিফলিত করে একটি সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখবো।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২২/২ এর সমাপনীতে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, ধর্ম নিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে আমাদের মুক্তির যে মূলমন্ত্র এবং বিগত ৫০ বছরে বিভিন্ন বাধা অতিক্রম করে আমরা আমাদের শাসন ব্যবস্থায় এই সমস্ত নীতিমালাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যাচ্ছে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য সেবা, ই-গভর্নেন্স, বিদ্যুৎ উৎপাদন, বিনিয়োগ, আইসিটিসহ প্রশাসনের সব ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বর্তমান বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধুর দারিদ্র্য ও ক্ষুধামুত মুক্ত স্থিতিশীল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দূরদৃষ্টি ও ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা হয়েছিল ন্যাশনাল ডিফেন্স কলেজ। যা এখন প্রতিরক্ষা, নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য বাংলাদেশকে মর্যাদার আসনে রেখে বিভিন্ন সমস্যা সমাধান ও চ্যালেঞ্জ মোকাবিলা কার্যকর নেতৃত্বের গুণাবলী অর্জন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সময় উপযোগী বাস্তবায়ন এবং বাস্তববাদী জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ক্যাপস্টোন কোর্সের মূল উদ্দেশ্য।

জানা যায়, তিন সপ্তাহব্যাপী পরিচালিত এই কোর্সে সংসদ সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কনসাল/কূটনীতিক এবং কর্পোরেট নেতাসহ মোট ২৪ জন ফেলো অংশ নেন। রেলপথ মন্ত্রী তার সমাপনী বক্তব্যে কোর্সটি সফলভাবে সমাপ্ত করার জন্য সব ফেলোদের অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সব ফেলোদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেনসহ অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭