আইএফআইসি ব্যাংক ২৫০০ উদ্যোক্তাকে ঋণ দিলো
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮ রাত | অনলাইন সংস্করণ

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-সিএমএসএমই খাতে স্বল্প সুদে এবং সহজ শর্তে ঋণ নিশ্চিতে পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

এই স্কিমের আওতায় একদিনেই সারাদেশে দুই হাজার ৫০০ সিএমএসএমই উদ্যোক্তাকে ঋণ দিয়েছে আইএফআইসি ব্যাংক। দেশের সব শাখা-উপশাখার মাধ্যমে একযোগে এই ঋণ দেওয়া হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত হলো ‘সিএমএসএমই ঋণের পুনঃঅর্থায়ন স্কিম বিতরণের অগ্রযাত্রা’ শীর্ষক অনুষ্ঠান।

এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের পরিচালক এ.আর.এম নজমুস্ ছাকিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের এবং আইএফআইসি ব্যাংকের পরিচালকরা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আমি আনন্দিত যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত স্কিমের আওতায় আইএফআইসি ব্যাংক সর্বপ্রথম ঋণ দেওয়া শুরু করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এসএমই খাত দেশের প্রাণ। অল্প টাকায় বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংক এসএমই খাতকে জোরদার করার জন্য বিশেষ দৃষ্টি দিয়েছে।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, ১০ বছর আগে বাংলাদেশ ব্যাংকের সমর্থন নিয়ে আইএফআইসি দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছিল, সেই পদক্ষেপের একটি মাইলস্টোন আজকের এই কর্মসূচি। ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ইন্টারন্যাশনাল বেস্ট ব্যাংকিং প্র্যাকটিসগুলোকে বাংলাদেশের সংস্কৃতির উপযোগী করে প্রয়োগ করছে।

তিনি আরও বলেন, মূল ধারার অর্থনীতিতে স্থায়িত্ব আনতে গণমানুষকে সংযুক্ত করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আমরা এক হাজার ১০০ এর বেশি শাখা-উপশাখা নিয়ে ছড়িয়ে পড়েছি দেশব্যাপী।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭