যুক্তরাষ্ট্রে ভিজিটিং সায়েন্টিস্ট হলেন আইসিডিডিআর ডা. মোহাম্মদ জোবায়ের চিস্তি
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৭ রাত | অনলাইন সংস্করণ
|
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের (এমজিএইচ) ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ঢাকা হাসপাতালের জরুরি ওয়ার্ডের ইনচার্জ এবং হাসপাতালের ক্লিনিক্যাল রিসার্চের প্রধান ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোহাম্মদ জোবায়ের চিস্তি। সোমবার (১৯ সেপ্টেম্বর) আইসিডিডিআর,বির মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. জোবায়ের চিস্তিকে ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে আগামী দুই বছরের জন্য ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল নিয়োগ দিয়েছে। তিনি অক্টোবরের তৃতীয় সপ্তাহে ওই হাসপাতালে যোগদানের উদ্দেশে রওনা হবেন। জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ডা. চিস্তি জুনিয়র গবেষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য গবেষণা প্রশিক্ষণ প্রদান, চলমান বৈজ্ঞানিক সহযোগিতা প্রসারিত করতে ও আইসিডিডিআর,বি এবং এমজিএইচ-এর মধ্যে আরও অর্থপূর্ণ নতুন বৈজ্ঞানিক সহযোগিতা অন্বেষণ করতে বছরে অন্তত দুবার এমজিএইচ পরিদর্শন করবেন।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭