বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের পরিচালক দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মুহম্মদ নওয়াজেস খান
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩২ বিকাল | অনলাইন সংস্করণ
|
সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মুহম্মদ নওয়াজেস খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অধ্যাপক ডা. মুহম্মদ নওয়াজেস খানকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাগুলো স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর) ১০০ শয্যা বিশিষ্ট বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক (বার্ন এন্ড বার্ন রিকন্সট্রাকশন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের শর্তগুলো অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭