গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে বেঁচে থাকবেন আবুল হাসনাতঃ তাপস
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ রাত | অনলাইন সংস্করণ
|
ব্যারিস্টার আবুল হাসানাত গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ব্যারিস্টার আবুল হাসানাত যেমনি ঢাকা পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তেমনি একাধারে ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশন ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা সিটি করপোরেশনের কর্মযজ্ঞের বিস্তৃতি ও নাগরিক সেবাদানে গতিশীলতা বৃদ্ধি করেছেন। তিনি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। রোববার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিক্রিয়ায় শোক জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন। ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশনের সাবেক এই মেয়রের সম্মানে আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ছুটি ঘোষণা করা হয়েছিল আগেই। সেই ঘোষণা অনুযায়ী আজ দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন সব কার্যালয়ের জন্য পূর্ণ দিবস ছুটি পালিত হয়েছে। এদিন করপোরেশনের প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয় বন্ধ থাকবে। তবে হাসপাতাল, বিদ্যুৎ বিভাগসহ অতি জরুরি সেবাসমূহ ছুটির আওতা বহির্ভূত ছিল। ঢাকা পৌর করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় ইন্তেকাল করেন।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭