শিশু-কিশোররা অবহেলিত হলে সমাজ গঠন বাধার সম্মুখীন হবেঃ হোসেন বলেছেন
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০ রাত | অনলাইন সংস্করণ
|
বাংলা একাডেমির চেয়ারম্যান ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, শিশু-কিশোররা যদি অবহেলা-অনাদারে বড় হয়, তাহলে ভবিষ্যতে রাষ্ট্র, সমাজ, পরিবারে চরম অশান্তি ও বিপর্যয়ের কারণ হবে। ফলে সমাজ গঠন বাধার সম্মুখীন হবে। শনিবার (১৭ সেপ্টম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে 'সুবিধাবঞ্চিত নারী ও শিশু অধিকার বাস্তবায়নে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নারী ও শিশু অধিকার বাস্তবায়নে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। প্রত্যেককে যার যার অবস্থান থেকে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। নারী ও শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বিদ্যমান আইনের প্রয়োগ এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে। সুবিধাবঞ্চিত অসহায় নারী ও শিশুদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রবন্ধকার মুহাম্মদ আলী বলেন, শিশুদের দ্বীনদার আদর্শবান হিসেবে তখনই গড়ে তোলা যাবে, যখন তাদের অধিকারগুলো সঠিকভাবে পাবে। পুলিশের এক তথ্য অনুযায়ী, পথশিশুদের প্রায় ৪৪ শতাংশ মাদকাসক্ত। ঢাকা বিভাগে মাদকাসক্ত শিশুর প্রায় ৩০ শতাংশ ছেলে এবং ১৭ শতাংশ মেয়ে। মাদকাসক্ত ১০ থেকে ১৭ বছর বয়সী ছেলে এবং মেয়েশিশুরা শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছে। আগামী বিশ্ব ও বিশ্বের নেতৃত্বের সঠিক পরিচালনা করার জন্য শিশুদেরকে অবশ্যই সঠিকভাবে গড়ে ওঠার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। তার পাশাপাশি এই পথশিশুদের অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট সূত্র মতে দেশে পথশিশুদের সঠিক সংখ্যাই নির্ধারণ করা হয়নি। সংগঠনের সভাপতি এমএ জাফরুল্লাহ বলেন, পথশিশুদের প্রকৃত সংখ্যা নিয়ে সরকারি পর্যায়ে সঠিক পরিসংখ্যান নেই। সর্বশেষ ২০০৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশে পথশিশুর সংখ্যা ৬ লাখ ৭৯ হাজারের কিছু বেশি। এরপর আনুষ্ঠানিক কোনো জরিপ হয়নি। একাধিক বেসরকারি সংগঠনের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে পথশিশুর সংখ্যা হবে ১৫ থেকে ১৬ লাখ। এর মধ্যে শুধু রাজধানীতেই আছে প্রায় ৬ থেকে ৭ লাখ পথ শিশু। এভাবেই দিনদিন পথশিশুর সংখ্যা বেড়েই চলছে। এছাড়াও দেশে ব্যাপক হারে নারী, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনাও কম নয়। বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, সংগঠনের ভাইস চেয়ারম্যান এস এম আজিজ ও ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশা, অভিনেতা মাসুদ পারভেজ গাঙ্গুয়া, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭