চট্টগ্রামে চোরাই মালামালসহ ৫ ডাকাত গ্রেপ্তার
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:০০ রাত | অনলাইন সংস্করণ
|
চট্টগ্রামের আকবর শাহ থানার লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজি, কার্তুজসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের লতিফপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪টি চোরাই মোটরসাইকেল, ২৩টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ৫ জন হলেন, মাসুদ আলম হিরো (২৩), মানিক সোহেল (৩২), মুহাম্মদ সাজু (৩৪), মো. শামসুল আরেফিন খান (২৩) ও মো. শফিকুল ইসলাম কাজল (২৯)। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উদ্দিন আকবর ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ্ থানার লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইলসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের নিয়ে সোনাইছড়ি রোড এলাকা ও সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি চোরাই মোটরসাইকেল, ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি ল্যাপটপ, ৩টি ট্যাব, ২৩টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, ১টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, ১টি মিনি জেনারেটর, ১টি এডজাস্ট ফ্যান, ২টি স্ট্যাবিলাইজার, ১টি পুরাতন এয়ার প্রেসার মেশিন, ৫টি বিভিন্ন মডেলের পুরাতন ওয়াটার পাম্প, ১১ কয়েল ক্যাবল, ২০টি বিভিন্ন মডেলের মোবাইল চার্জার, ২০টি বিভিন্ন মডেলের চার্জার ক্যাবল, ১৭টি এয়ার ফোনসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, গ্রেপ্তার মাসুদ আলম হিরোর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, মাদকসহ ১০টি মামলা, মানিক সোহেলের বিরুদ্ধে ৩টি মামলা, সাজুর বিরুদ্ধে ৫টি মামলা, শামসুল আরেফিন খান হৃদয়ের বিরুদ্ধে ৪টি মামলা ও শফিকুল ইসলামের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আকবরশাহ্ থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক । দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭