সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৯ দুপুর | অনলাইন সংস্করণ

চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ সাজেদা চৌধুরী। রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে কিছুদিন ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন সাজেদা চৌধুরী।

বিগত তিনটি সংসদে প্রধানমন্ত্রীর পাশেই বসতেন তিনি। নবম ও দশম সংসদে উপনেতা হিসেবে দায়িত্ব পালন করলেও শারীরিক অসুস্থতার কারণে একাদশ জাতীয় সংসদে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। তবে দিনশেষে প্রধানমন্ত্রী আস্থা রাখেন সৈয়দ সাজেদা চৌধুরীর ওপরই। তবে সেই আস্থাভাজন মানুষটিকে আর কোনদিন পাশে পাবে না কেউ।
রোববার রাতে তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরই সিএমএইচে ছুটে যান তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরায় জন্মগ্রহণ করেন। এরপর ১৯৫৬ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামীলীগ প্রতিষ্ঠার ৭ বছর পর থেকেই দলটির সঙ্গে যুক্ত হন সৈয়দ সাজেদা চৌধুরী।

১৯৬৯ থেকে ৭৫ সময়কালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পচাত্তর পরবর্তী কঠিন সময়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন ৭১ এ বীর মুক্তিযোদ্ধা। ১৯৮৬ সালে দল তাকে পূর্ণ সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়। ছয় বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে ৯২ সালে থেকে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়কেরও গুরু দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধুর এ ঘনিষ্ঠ সহচর।

ফরিদপুর ২ আসন থেকে মোট সাত বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন সাজেদা চৌধুরী। ২০০০ সালে আমিরিকান বায়োগ্রাফিকাল ইনস্টিটিউট তাকে ওমেন অব দ্যা ইয়ার নির্বাচিত করে। ২০১০ সালে পান স্বাধীনতা পুরষ্কার। তবে বর্ণাড্য রাজনৈতিক জীবনের কাছে যেনো ম্লান হয়ে যায় সব পুরষ্কার। তাই তিনি বেঁচে থাকবেন তৃণমুলের মাঝে- তার নাম লেখা থাকবে বাংলার রাজনীতির ইতিহাসে।

সাজেদা চৌধুরীর স্বজনরা জানান, সোমবার সকাল ১১ টায় ফরিদপুরের নগরকান্দায় প্রথম নামাজে জানাজা। বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা ও বাদ আছর বায়তুল মোকারম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর বনানী কবর স্থানে তাকে দাফন করা হবে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭