দেশে জ্বালানি তেলের দাম শিগগির কমবেঃ পরিকল্পনামন্ত্রীর
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৭ রাত | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত সাতমাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই অবস্থার মধ্যে বাংলাদেশের বাজারেও জ্বালানি তেলের দাম শিগগির কমানো হবে।

দেশে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম যে হারে কমছে, দায়িত্বের সঙ্গে বলতে পারি দেশে জ্বালানি তেলের দাম শিগগিরই আরো কমবে।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সাভারের সিআরপিতে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলছিলেন পরিকল্পনা মন্ত্রী।

তিনি বলেন, ‘আপনারা তেল, গ্যাসের দাম বাড়ার আভাস পাচ্ছেন আর আমি কমার আভাস পাচ্ছি। সরকার তার মনোভাবের পরিচয় দিয়েছে, অল্প হলেও কমিয়েছে তেলের দাম। শিগগরই এটা (তেলের দাম) আরো কমবে বলে আমার আশা।’

মন্ত্রী বলেন, ‘তবে কোন প্রক্রিয়ায় কমানো হবে সেটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না। বিশ্ব বাজারে দাম বাড়লে আমরা বাড়াবো আর কমলে আমরাও কমাবো। দামটা হঠাৎ করে একটু বেশি বেড়েছে একারণে সমস্যাটা একটু বেশি হয়েছে।’

ডিজেলে ৩ শতাংশ কমেছে ও পেট্রোলে ৪ শতাংশ কমেছে, পরে কমানো হলে, কত শতাংশ কমানো হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা এখনই বলা কঠিন, কত শতাংশ কমবে। তবে আশার কথা হচ্ছে কমবে।’

সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলি খান খসরু এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিএসপিআইর প্রিন্সিপাল প্রফেসর ডা. মোহাম্মদ ওমর আলী সরকার ।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭