অস্ট্রেলিয়া-বাংলাদেশের বন্ধুত্ব আরও জোরালো হবেঃ জিএম কাদের
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৫০ রাত | অনলাইন সংস্করণ
|
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনকে স্বাগত জানান জিএম কাদের। জিএম কাদের বলেন, বৈঠকে বন্ধুপ্রতিম দুটি দেশের পারস্পরিক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নারদিয়া সিম্পসন বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও বন্ধু ভাবাপন্ন মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুত্ব আরও জোরালো হবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন জিএম কাদের। এসময় উপস্থিত ছিলেন পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭