ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৭ বিকাল | অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। উভয় কমিটিই ১০১ সদস্য বিশিষ্ট।

এর আগে ২০১৯ সালের নভেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে কামরুল হাসান রিপনকে সভাপতি ও তারেক সাঈদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়। আর ঢাকা উত্তরে ইসহাক মিয়াকে সভাপতি ও আনিসুর রহমান নাঈমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়। মেয়াদপূর্তি হওয়ার প্রায় এক মাস আগে দক্ষিণ ও উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

উভয় কমিটিতে সহ-সভাপতি ১১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন, সাংগঠনিক সম্পাদক তিনজন ও সদস্য রয়েছেন ৫০ জন করে।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে যারা

সহ-সভাপতি ১১ জন। তারা হলেন- মাসুদ রানা, গাজী সুমন, জাফর ইকবাল মামুন, অ্যাডভোকেট গোপাল সরকার, কামাল হোসেন সালাম, হাজী রফিকুল ইসলাম, পার্থ সারথী দে, মোস্তাফিজুর রহমান ইরান, নিজাম উদ্দিন, আজাদ খান বিপ্লব, আমিনুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন। তারা হলেন- শেখ আনিসুজ্জামান রানা, মেহেদী হাসান স্বপন, ওমর ফারুক।

সাংগঠনিক সম্পাদক তিনজন। তারা হলেন-হাসিব উদ্দিন রসি, এমরান সালেহ প্রিন্স, মো. লিটন মিয়া।

প্রচার সম্পাদক রাসেল আহম্মেদ খান, দপ্তর সম্পাদক মো. সুমন হোসেন।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে যারা

সহ-সভাপতি ১১ জন।

তারা হলেন- শাহে আলম মিন্টু, শেখ রবিউল ইসলাম আউয়াল, সৈয়দ নাসির, শহিদুল ইসলাম আল আমিন, ওয়াহিদুজ্জামান মিন্টু, আসাদুজ্জামান আসাদ, মো. জাহিদ হাসান, সোহেল মাহমুদ আহসান পল্টু, মো. কামাল হোসেন, এনামুল হক জুয়েল, কাজী সাজেদ হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন। তারা হলেন- আমজাদ হোসেন, কামরুজ্জামান, মিথুন ঢালী।

সাংগঠনিক সম্পাদক তিনজন। তারা হলেন- এ হান্নান হাওলাদার শাওন, তৌহিদুল হক, কৃষিবিদ রবিউল ইসলাম। প্রচার সম্পাদক রাহাত হোসেন টনি, দপ্তর সম্পাদক সোহাগ উদ্দিন।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭