ভারতে শেখ হাসিনা যেভাবে মূল্যায়ন হয়েছেন তাতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছেঃ মান্না
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৫ বিকাল | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রশ্ন রেখে বলেছেন, ‘উনি কেন গেলেন ভারতে? কী আনতে গেলেন? যেসব চুক্তি হলো, তার জন্য দেশের প্রধানমন্ত্রীর যেতে হয়? তাকে সেদেশে যেভাবে মূল্যায়ন করা হয়েছে, তাতে প্রধানমন্ত্রী দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। কিন্তু আমেরিকা যান, ভারত যান আর পিকিং যান, কোথাও ঠাঁই হবে না। এখনো সময় আছে, ওসব ছেড়ে জনগণের কাছে আসেন। ক্ষমতা ছেড়ে দেন। তবেই রক্ষা পাবেন।’

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোট ডাকাতি, দখলদারী, গুম, খুন, দুঃশাসন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক ছাত্র ঐক্য ঢাকা মহানগর উদ্যাগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মান্না এসব কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সরকারের সমালোচনা করে মান্না বলেন, আজকে এই সমাবেশে আসার পথে দুইটি বাস আটকে দেয়া হয়েছে। কিন্তু যতই দমন, পীড়ন করুক না কেন দেশের ছাত্রসমাজ তথা জনগণকে আটকে রাখার শক্তি এই ডাকাত সরকারের নেই। রাজপথে যে স্রোত শুরু হয়েছে, সেই স্রোতে এই দখলদার, ফ্যাসিবাদী সরকার ভেসে যাবে।

মান্না বলেন, এ দেশের ইতিহাস ছাত্র সমাজের ইতিহাস। এই সরকার দেশের ছাত্র রাজনীতিকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করছে। গুলি করে মানুষ মারছে। কিন্তু এদেশের ছাত্র সমাজকে ভয় দেখিয়ে কোনো দিন দমিয়ে রাখা যায়নি।

ছাত্র ঐক্যের সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় এবং ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আলিফের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম, মোফাখ্খারুল ইসলাম নবাব, যুব ঐক্যের সভাপতি সাম্য শাহ, ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭