শুরুতেই শেয়ারবাজার লেনদেন ঊর্ধ্বমুখী
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৬ রাত | অনলাইন সংস্করণ
|
পুঁজিবাজারে আজ বুধবার দিনের শুরুতেই লেদদেন ঊর্ধ্বমুখী দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে চলছে লেদদেন। এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ৬৫০ কোটি টাকা ছাড়িয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূচক ও লেনদেন এদিকে, চলতি বছরের এপ্রিলে ডিএসইতে লেনদেন কমে চারশ কোটি টাকার নিচে নেমে গিয়েছিল। এখন প্রতিদিন হাজার কোটি টাকার ওপর লেনদেন হচ্ছে। শেষ নয় কার্যদিবসের মধ্যে সাত কার্যদিবসেই ডিএসইতে দেড় হাজার কোটি টাকার ওপরে লেনদের হয়েছে। এর মধ্যে দুদিন দুই হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়। বাজার মূলধন বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শুরুর এক ঘণ্টা পর ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৩৮ ও ২৩৩৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬৫১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ৫৬টির এবং অপরির্বতিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ার। এদিকে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৭৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩২টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানি শেয়ারের দর।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭