পররাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বিএসএমএমইউতে গেলেন
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:০২ রাত | অনলাইন সংস্করণ
|
শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে নয়াদিল্লি সফরে না যেতে পারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বাস্থ্য পরীক্ষা করেছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান। বিএসএমএমইউর এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী সকাল সাড়ে নয়টার দিকে বিএসএমএমইউতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এসেছিলেন। পরীক্ষা শেষে তিনি বাসায় ফিরে গেছেন। তিনি জানান, এ সময় মন্ত্রীর স্ত্রীও এসেছিলেন। তিনি (পররাষ্ট্রমন্ত্রী) কার্ডিওলজি বিভাগে ইকো, ইসিজি করেছেন। এরপর তিনি বাসায় চলে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার চার দিনের সফরে নয়াদিল্লি যাওয়ার কথা ছিল ড. মোমেনের। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয় বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭