১৫ আগস্ট বিশ্বের জঘন্যতম অপরাধ সংঘটিত হয়েছিলঃ আ জ ম নাছির
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৫ দুপুর | অনলাইন সংস্করণ
|
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধুকে ৭৫’র ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে একাত্তরের পরাজিত অপশক্তির দোসররা ভেবেছিল আবার পাকিস্তান কায়েম হবে। সেদিন যা ঘটেছিল তা বিশ্বের জঘন্যতম অপরাধ। এ অপরাধকে আড়াল করতে হত্যাকারীদের দায়মুক্তি জন্য রাতারাতি ইনডেমিনিটি আদেশ জারি হয়। জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে ৫নম্বর মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কিং অব মোহরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আ জ ম নাছির বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের বলে দাবি করি, তাদের অনেকেই মুক্তিযুদ্ধ দেখিননি। তবে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তার লক্ষ্য-উদ্দেশ্য-প্রকৃতি ও তাৎপর্য যদি জানতে না পারি তা হলে ভবিষ্যত প্রজন্ম দেশপ্রেম বর্জিত হবে। সেদিন বেশি দূরে নয়, বঙ্গবন্ধু হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি-যারা বিদেশে পালিয়ে আছেন, তাদের দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রয়াসকে জোরদার করে রায় কার্যকর করা হবে। ৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলেও তিনি অবিনশ্বর ও মৃত্যুহীন। জীবিত মুজিবের চেয়ে শহীদ মুজিব অনেক বেশি শক্তিশালী। তিনি বাংলাদেশের তেরশত নদী ও বঙ্গোপসাগর, তাই চিরঞ্জীব শেখ মুজিবুর। মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন খান মাসুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন, ইমতিয়াজ উদ্দীন চৌধুরী, ফয়সাল চৌধুরী, আবুল কালাম দুলাল, মেজবাহ উদ্দীন লিটন, আশেক রসুল খান বাবু, জোবায়ের হোসেন, শহীদুল ইসলাম দুলাল, রফিক এলাহি, মো. নাসির উদ্দীন, আমিনুল ইসলাম আমিন, নঈম উদ্দীন খান, সৈয়দ মুজিবুল হক, জসীম উদ্দীন, শহীদ সরওয়ার হিরু, ওসমান গণি, আবদুল্লাহ আল মামুন, আবুল হাশেম, বিপ্লব দে লালু, সাইফ উদ্দীন, শফিকুল ইসলাম সৌরভ, ইলিয়াছ, কফিল, আলী আকবর, জাহাঙ্গীর আলম সওদাগর প্রমুখ।
নিউজ ডেস্ক। দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭