স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী, সম্পাদক রাজীব
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৭ রাত | অনলাইন সংস্করণ
|
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সুপার ফাইভ কমিটি ঘোষণা করেছে। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে এসএম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ইয়াছিন আলীকে ১ নম্বর সহসভাপতি, সাইফুল ইসলাম ফিরোজকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাজমুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসএম জিলানী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং রাজীব আহসান ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন। ইয়াছিন আলী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আগের কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নাজমুল হাসান সহ দপ্তর সম্পাদক ছিলেন। সাইফুল ইসলাম ফিরোজ আগের কমিটিরও সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। নতুন কমিটিতে তাকে অবমূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন ছাত্রনেতা যিনি ওয়ান ইলেভেনে দল ও জিয়া পরিবারের পক্ষে সরাসরি ভূমিকা পালন করেছিলেন। বিষয়টি নিয়ে তারা দলের সর্বোচ্চ হাইকমান্ডের কাছে অভিযোগ জানাতে চাইছেন তারা। অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এবার কমিটিতে স্থান পায়নি বলে ক্ষুব্ধ ও হতাশ সংগঠনের অনেকে। তাদের মতে, জুয়েলের মতো সাংগঠনিক নেতাকে এই মুহুর্তে খুব প্রয়োজন ছিলো। সামনে সরকার বিরোধী আন্দোলনের আগে টার্গেট করে তার মতো সাংগঠনিক ও মেধাবী নেতাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কোনোমতেই মানতে পারছেন না তারা। ঢাকা মহানগর কমিটি: মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন শফিউদ্দিন সেন্টু। সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ওমর ফারুক। উত্তরের সভাপতি হয়েছেন মো. আনোয়ার হোসেন। আজিজুর রহমান মোসাব্বিরকে সাধারণ সম্পাদক ও ফরিদ হোসেন করা হয়েছে সাংগঠনিক সম্পাদক।
নিউজ ডেস্ক। দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭