আর সময় নাই, ঝড়ো হাওয়া বইয়ে দিতে হবেঃ রিজভী
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:০০ বিকাল | অনলাইন সংস্করণ

দেশে শান্তি আনতে মিটিং-মিছিলে কণ্ঠের উচ্চারণে বর্তমান সরকারকে পদত্যাগ করাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, আর কোনো সময় নেই। আন্দোলনের ঝড়ো-হাওয়া বয়ে দিতে হবে।

শ‌নিবার রাজধানীর নয়াপল্টনে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ের সাম‌নে ঢাকা মহানগর উত্তর-দ‌ক্ষিণ বিএন‌পির এক সমা‌বে‌শে এ কথা ব‌লেন রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকের এই সমাবেশ অন্যায়-জুলুম এবং সরকারের পৈশাচিক আচরণের বিরুদ্ধে। প্রকাশ্যে হত্যার নির্দেশ দিতে পারে সেই পৈশাচিক সরকারের বিরুদ্ধে।’

বিএনপির কর্মসূচির বিপরীতে দলের নেতাকর্মীদের মাঠে থাকার ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাসীন দলের নেতারা।

সেই কথা উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘কয়েক দিন আগে আওয়ামী লীগের নেতারা বলেছেন তারা রাজপথে থাকবেন। তাদের রাজপথে থাকার পরিণতি আমরা দেখছি, শাওনের লাশ। এই নমুনা তারা যে আরো কত দেখাবে। এই নমুনা তারা যে কোন পর্যায়ে নিয়ে যাবে তা বলা মুশকিল।’

এই সময় রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক একটি বক্তব্য উদ্ধৃত করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘১৪ আগস্ট আপনি বলেছেন বিএনপি গণভবন ঘেরাও করবে, করতে দেওয়া হবে। মিটিং-মিছিল করতে বাধা দিবেন না। বিএনপি মিটিং-মিছিল করবে, কথা বলবে এটা তো স্বাধীনতা। আপনি আলাদাভাবে নির্দেশ দিচ্ছেন কেন? আপনি গণতন্ত্র হরণকারী তা ১৪ আগস্টের বক্তব্যে প্রমাণ করেছেন।’

রিজভী আরও বলেন, ‘আর আপনি (প্রধানমন্ত্রী) বলেছেন করুণা করে খালেদা জিয়াকে বাসায় থাকতে দিয়েছেন। তাহলে আপনিই তাকে জেলে ভরেছিলেন! আমরা বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা আপনার নির্দেশে হয়েছে। আপনার কথার মাধ্যমে তা প্রমাণ হয়েছে।’

নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘আর কোনো সময় নেই। মিটিংয়ে মিছিলে কণ্ঠের উচ্চারণে এ সরকারকে পদত্যাগ করাতে হবে। আর এই পদত্যাগের মাধ্যমেই দেশে শান্তি আসবে, গণতন্ত্র আসবে, দেশমাতা বেগম খালেদা জিয়া মুক্তি হবে। রাজপথের প্রত্যেকটা জায়গায় আন্দোলনের ঝড়ো-হাওয়া বয়ে দিতে হবে। এছাড়া কোনো উপায় নেই।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লা আমান প্রমুখ।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭