শ্রমিকদের সুরক্ষায় কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৭ রাত | অনলাইন সংস্করণ

চা-শ্রমিকদের চাহিদা পূরণে সরকার কাজ করছে। তাদের ঘর তৈরি করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার বিকেলে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এ সময় চা-শিল্প যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবাইকে সচেষ্ট থাকার কথাও বলেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেই চা-শিল্পের উন্নয়নে কাজ করেছে। সম্প্রতি চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠকে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু চা শ্রমিকদের ভোটাধিকার দিয়েছিলেন। এরপর আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের শিক্ষা-চিকিৎসা সহ অন্যান্য সব সুযোগ-সুবিধা বাড়িয়েছেন। তিনি বলেন, সম্প্রতি চা শ্রমিকদের মজুরি ৫০ টাকা বাড়ানো হয়েছে। বাগান মালিকদের সঙ্গে অনেক দেন-দরবার করে এই ৫০ টাকা বাড়িয়েছি।

বিশ্বে খাদ্যপণ্যের দাম বাড়লেও দেশের মানুষ যাতে খাবারের কষ্ট না পায় সেজন্য সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাত্রখোলা চা বাগানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার-আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধরা।

এর আগে গত শনিবার (২৭ আগস্ট) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করেন। এদিন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চা-বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়। নতুন দৈনিক মজুরি অনুযায়ী চা শ্রমিকদের অন্যান্য সুবিধা আনুপাতিক হারে বাড়বে বলেও বৈঠকে জানানো হয়।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭