দেশে ফিরলো টাইগাররা মিশন ব্যর্থ
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৬ বিকাল | অনলাইন সংস্করণ

দুটি ম্যাচেই হারের যন্ত্রণা ও একরাশ হতাশা নিয়ে এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে অংশ নেয়া ৬ দলের মধ্যে সবার আগেই ব্যাগ গুছিয়ে দেশে ফিরলো তারা। 

শনিবার সকাল ১০টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন সাকিব আল হাসানরা।  

এসময় গণমাধ্যমকে এড়িয়েই ব্যক্তিগত গাড়িতে চড়ে বিমানবন্দর ত্যাগ করেন তারা সবাই। তবে, দলের সাথে আজ সব খেলোয়াড় ফিরলেও ফেরেননি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আমিরাতেই রয়ে গেছেন। 

জানা গেছে, শরীর ও মন ভালো নেই সুজনের। এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যর্থতায় মন-মেজাজ ভালো নেই তার।  সুজন নিজেই সে কথা জানান।

তিনি বলেন, আমার একটুও ভালো লাগছে না। খুব স্ট্রেস গেছে গতকয়টা দিন। এখনই দেশে চলে যেতে পারলে ভালো হতো। পরিবার নিয়ে একটু ঘুরে আসি। আগামীকাল (রোববার) যাব।

আগামী ১২ তারিখ থেকে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে কয়েকদিনের ক্যাম্প করার কথা রয়েছে ক্রিকেটারদের। 

 

নিউজ ডেস্ক। দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭