সরকার দ্রুতই সংকট কাটিয়ে উঠবেঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২, ০২:০২ রাত | অনলাইন সংস্করণ
|
পুরো বিশ্বে যে সংকট দেখা দিয়েছে, সরকার সেই সংকট থেকে খুব দ্রুতই উত্তরণ ঘটাতে পারবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সভা ও নির্বাচন (২০২২) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের অনেক পরিবর্তন হয়েছে। তার একটি হচ্ছে বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে দেশের অনেক ট্রান্সফর্মেশন হয়েছে। আরেকটি ট্রান্সফর্মেশন হচ্ছে নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর হয়ে। সমসাময়িক পুরো বিশ্বে যে সংকট দেখা দিয়েছে, সরকার সে সংকটের খুব দ্রুতই উত্তরণ ঘটাতে পারবে।’ ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর এবং সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দিতে চাই তাহলে তাদের জন্য হলেও আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে আমাদের সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি আমরা যে যেই আদর্শের থাকি না কেন, আমাদের বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে বুকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’ একসময় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতা করতে গেলে প্রকাশ্যে অনেক কিছু বলতে হয়। সবাই চুপ থাকলেও সাংবাদিক কখনো চুপ থাকতে পারে না। পাশাপাশি ফেক নিউজ অনেক সস্তা, কিন্তু জেনুইন সাংবাদিক অনেক এক্সপেন্সিভ৷' এছাড়া অনুষ্ঠানে তিনি খুলনা বিভাগের নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি রাহুল রাহা।
নিউজ ডেস্ক। দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭