সরকার পুলিশকে দলীয় পেটুয়া বাহিনী বানিয়েছেঃ গণফোরাম
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৬ বিকাল | অনলাইন সংস্করণ

ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার পুলিশ প্রশাসনকে দলীয় পেটুয়া বাহিনীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছে গণফোরাম। ৪৪তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করতে যাওয়া বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা হয়েছে বলে এর নিন্দাও জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- অবৈধ সরকার ক্ষমতা অবৈধভাবে টিকিয়ে রাখতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ দিয়ে ন্যক্কারজনক হামলা করে মানুষ হত্যার মধ্য দিয়ে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। নির্বিচারে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে হত্যা করে এই প্রশাসন নির্ভর সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিনিয়ত ক্ষুন্ন করে চলেছে। বিশেষভাবে আজকে নারায়ণগঞ্জসহ সারাদেশে পুলিশি হামলায় ১জন নিহত ও আহত হন অগণিত নেতাকর্মী। আমরা গণফোরাম নিহতের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেতৃবৃন্দ আরও বলেন- অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশ প্রশাসনকে দলীয় পেটুয়া বাহিনীতে পরিণত করেছে এই ফ্যাসিস্ট সরকার। অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠন করে মানুষ হত্যার বিচার এদেশের মাটিতে করা হবে। গণফোরাম বিশ্বাস করে জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন করে আইয়ুব-ইয়াহিয়া সহ কেউই টিকতে পারেনি এই মধ্যরাতের কর্তৃত্ববাদী সরকারও টিকবে না। জনগণের বিজয় সুনিশ্চিত।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭