জ্বালানির দাম ৫ টাকা কমানো তামাশা ও প্রতারণাঃ রিজভী
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৭ রাত | অনলাইন সংস্করণ
|
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন তেলের দাম ৫২ শতাংশ বাড়ানোর পর মানুষের রুদ্ররোষ, অব্যাহত প্রতিবাদ ও অসন্তোষে ভীত হয়ে সরকার লিটার প্রতি ৫ টাকা কমিয়েছে। এটা জনগণের সঙ্গে নিছক তামাশা এবং নির্মম প্রতারণা মাত্র। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নিভৃত জনপদেও সরকারের পতন দাবিতে বানের মতো অকল্পনীয় উত্তাল জনস্রোত দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। চারদিকে দুর্নীতি, লুটপাট, টাকাপাচার আর রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থতা আড়াল করতে এবং জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে প্রধানমন্ত্রী প্রায়ই জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপি সম্পর্কে মিথ্যাচার করেন। অশালীন অশ্রাব্য ভাষায় কটুকথা বলেন। উদ্ভট সব তত্ত্ব-তথ্য হাজির করেন। তিনি আরও বলেন, গুম, খুন, লুটপাট, অর্থ পাচার, জুলুম- নিপিড়নের সমস্ত সীমা-পরিসীমা অতিক্রম করেছে সরকার। পাপাচারে পূর্ন হয়ে গেছে। দুঃশাসনের বিরুদ্ধে সারাদেশের মানুষ দাবানলের মতো ফুঁসে উঠেছে। এবার তাদের রক্ষা নেই। সরকারের পতন অনিবার্য।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭