ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানাজানা আত্মহত্যা প্ররোচনায় বাবা গ্রেফতার
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৮ রাত | অনলাইন সংস্করণ
|
ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানাজানা মোসাদ্দিকাকে (২১) আত্মহত্যা প্ররোচনা মামলায় তার বাবা শাহীন আলমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৩১ আগস্ট) ময়মনসিংহের গফরগাঁও থেকে শাহীন আলমকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাবের সহকারী পুলিশ সুপার আল আমিন। এর আগে গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। এ সময় চিকিৎসকেরা সানজানাকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে নিহতের বাবা শাহীন আলমের বিরুদ্ধে মামলা করেন।সানাজানা মোসাদ্দিকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। সানজানার বাবা গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করেন। পরিবারের ভরণপোষণ দিতে হিমশিম খাওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো তার। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিও দিতে পারছিলেন না তিনি। বাবার প্রতি রাগ-ক্ষোভ থেকে সানজানা আত্মহত্যা করেছেন বলে ধারণা।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭