মিথ্যাচারের জন্যই সরকারকে নোবেল দেওয়া দরকারঃ মির্জা ফখরুল
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট ২০২২, ০১:১৭ রাত | অনলাইন সংস্করণ

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সরকার এত মিথ্যাচার করে যে, মিথ্যাচারের জন্যই তাদের বিশেষ নোবেল দেওয়া দরকার।’

মঙ্গলবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে মানববন্ধনে ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তার প্রেস কনফারেন্সে পরিষ্কারভাবে বলেছেন বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আর আমাদের সরকার প্রচার করছে— হাইকমিশনার বলেছেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কিছু বলেননি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, গুম হওয়া নগর বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি, ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টুর বোন মনি, সোহেলের বোন সাফা, পারভেজ রেজার বোন রিজিয়া প্রমুখ।

কর্মসূচি যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করে।

মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের মানবাধিকারের যিনি প্রধান তিনি কিছুদিন আগে এসেছিলেন। সরকারের মন্ত্রীদেরকে বলেছেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুমের ঘটনা ঘটছে। এসবের নিরপেক্ষভাবে তদন্ত হওয়ার জন্য স্বাধীন কমিশন দরকার। তিনি আরো একটি কথা বলেছেন, সেনাবাহিনীর যারা জাতিসংঘ শান্তি মিশনে কাজ করে এই কর্মকর্তাদের কেউ মানবাধিকার লঙ্ঘনের জন্য জড়িত আছে কিনা তা দেখা উচিত। এটি কর্তৃপক্ষের দায়িত্ব।

বিএনপি মহাসচিব বলেন, এই ইঙ্গিতগুলো, কথাগুলো সাধারণ কথা নয়। সরকার ঔদ্ধত্য প্রকাশ করতে অভিযুক্ত পুলিশ অফিসারকে তিন দিনের ভিসা নিয়ে জাতিসংঘ অধিবেশনে পাঠাচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের অধীনে অবিলম্বে স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে। অন্যথায় মানবাধিকার লঙ্ঘন, গুমের জন্য অতীতে যেভাবে সরকার প্রধানদের বিচার হয়েছে, সেভাবে বিচারের আওতায় আনা হবে।

মির্জা ফখরুল বলেন,স্বাধীন দেশে গুম হওয়া পরিবারের আহাজারি দুর্ভাগ্যজনক। গত ১৫ বছর ধরে সব অধিকার কেড়ে নিয়েছে হাসিনা সরকার।এই আর্তনাদ আহাজারি কতদিন চলবে?

তিনি বলেন, সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। ভয় দেখিয়ে গুম খুন করে রাষ্ট্র চালাচ্ছে সরকার। মিথ্যাচারের জন্যই বিশেষ নোবেল পুরষ্কার দেয়া উচিত সরকারকে।

বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন দেখে সরকার ভয় পেয়ে গেছে। তাই আবার লাঠিয়াল বাহিনী নামিয়ে দিয়েছে। মানুষ জেগে উঠেছে। সবাই এগিয়ে আসুন দেশ রক্ষার জন্য। এমন আন্দোলন গড়ে তুলি, এই সরকারের পতন ঘটিয়ে মানবতার সরকার গঠন করি।

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গুম খুনের সঙ্গে যারা জড়িত আছে, তারা কিন্তু চিহ্নিত হয়ে গেছে। দেশে চিহ্নিত হয়েছে বিদেশেও চিহ্নিত হয়েছে। আপনাদের এই গুম খুনের কারণে বাংলাদেশে র‌্যাবের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা (আওয়ামী লীগ) বিশ্বের কাছে এ দেশকে ছোট করেছেন।

আমির খসরু বলেন, যারা গুম হয়েছে তাদের ছেলেমেয়ে আত্মীয়-স্বজনের কান্না থামবে না যতদিন না এই অবৈধ সরকারকে পতন করতে না পারি। যারা এই গুম, খুনের সঙ্গে জড়িত তারা রেহাই পাবেন না। দেশের মাটিতে রেহাই পাবেন না। বিদেশে বাড়ি-গাড়ি করেছেন, সেখানে গিয়েও রেহাই পাবেন না। আপনাদের বিচার দেশের মাটিতে হবে এবং বিদেশের আদালতেও হবে।

 

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭