কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণ, এক পরিবারের শিশুসহ দগ্ধ ৬ জন
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ০৪:৫৮ দুপুর | অনলাইন সংস্করণ

ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে শিশুসহ ছয় জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন— মোছা. বেগম (৬০), মারিয়ম (৮), মোছা. সনিয়া (২৬), মো. ইয়াসিন (১২), মো. সাহাদাত (২০) ও ইদুনী বেগম (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। কেরানীগঞ্জ জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয় জন আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

উদ্ধার করে নিয়ে আসা প্রতিবেশী সাকিব ঢাকা পোস্টকে বলেন, আমাদের এলাকায় লাইনের গ্যাস ব্যবহার হয়। সকালে চুলা জ্বালাতেই লিকেজ থেকে আগুন লেগে যায়। এ ঘটনায় ছয় জন দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭