জনগণ সিদ্ধান্ত নেবে এ নির্বাচনে কারা জিতবেঃ মন্টু
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ০২:৪১ রাত | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর উদ্দেশে গণফোরামের (একাংশ) সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেছেন, যদি আপনার সাহস থাকে আপনি একটি নিরপেক্ষ নির্বাচন দিন। জনগণ সিদ্ধান্ত নেবে এ নির্বাচনে কারা জিতবে। 

তিনি আরও বলেন, জনগণের প্রতি আপনার ভরসা নেই? আবারও ২০১৪ আর ২০১৮ সালের নির্বাচনে ফিরে আসতে চান। সেটা আর হবে না। ওই দিন শেষ। এখন মানুষ প্রস্তুত। যতই অত্যাচার করুন না কেন, মানুষ কিন্তু রুখে দাঁড়াবে। আপনি জানেন না, আন্দোলন কোন জায়গা থেকে শুরু হবে।

সোমবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণফোরামের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্টু বলেন, এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। একবার যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা শেষ চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ জয় আমাদের হবে। আমরা ঐক্যবদ্ধভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। সেটা নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। আমরা ডাক দিয়ে যাই, সব রাজনৈতিক দল এবং দেশের সব মানুষকে। আসুন নিজেদের ভেদাভেদ, অনৈক্য ভুলে বাংলাদেশের মানুষের দাবি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা পূরণ করি। 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে। এখন আমাদের দেশে মুক্তিযুদ্ধের কথা বলে জোর করে ক্ষমতায় টিকে থাকার পাঁয়তারা চলছে। একইসঙ্গে জাতিকে দ্বিধাবিভক্ত করা হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা। সমস্ত জাতি একতাবদ্ধ হয়ে দেশ গড়বে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আবদুল কাদের, খান সিদ্দিকুর রহমান প্রমুখ।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭