জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমালেন
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ০২:৩৬ রাত | অনলাইন সংস্করণ
|
জ্বালানি তেলের ওপর ভ্যাট-ট্যাক্স কমায় ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন ও পেট্রলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। আজ রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে। সোমবার রাতে এ সিদ্ধান্তের কথা জানায় জ্বালানি বিভাগ। নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতিলিটার ডিজেল ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং কেরোসিন ১০৯ টাকা হয়েছে। একদিন আগে রবিবার ডিজেলের ওপর থেকে সব ধরনের আগাম কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। এরপর থেকেই জ্বালানি তেলের দাম কমার বিষয়টি আলোচনায়। এরই মধ্যে সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নতুন করে দাম সমন্বয় হবে বলে জানান। গত ৫ আগস্ট ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর আগে সর্বশেষ ২০২১ সালের ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। সেই সময় এই দুই জ্বালানির দাম লিটার প্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭