ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেলে কী করণীয়
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট ২০২২, ০৬:৪৫ বিকাল | অনলাইন সংস্করণ
|
মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি। বিশ্বের ন্যায় বাংলাদেশেও কিডনি রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। তবে সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়াম বদলে দিতে পারে কিডনি রোগীদের জীবন। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ডায়েট কাউন্সেলিং সেন্টাররের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট শাহনাজ পারভীন সিনথি ক্রিয়েটিনিন হল একটি নাইট্রোজেনাস বর্জ্যপদার্থ যা মাংসপেশির ক্রিয়েটিন ফসফেট ভেঙে গঠিত হয়।এর কোন উপকারী কাজ নেই। তাই রক্ত থেকে গ্লুমেরুলাস দ্বারা ফিল্টার করার পর প্রস্রাব হিসেবে নির্গত হয়। অ্যামিনো অ্যাসিড থেকে লিভার, অগ্ন্যাশয়, কিডনিতে সংশ্লেষিত হয় ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিনের সাধারণ মাত্রা পুরুষের (0.7-1.4)mg/dl ও নারীদের (0.4-1.4)mg/dl। তবে নানা কারনে ক্রিয়েটিনিনের মাত্রা বা লেভেল বেড়ে যেতে পারে। কারনগুলো হলো :
লক্ষণঃ
খাদ্য নির্দেশিকাঃ
সাবধানতাঃ
প্রতিটি খাবারের বিকল্প খুঁজে বের করা প্রয়োজন। রোগীদের জীবনধারা ও খাদ্যাভ্যাসের সাথে সামঞ্জস্যতা রেখে ডায়েট দিতে হবে, তবেই ক্রিয়েটিনিনের মাত্রা কমানো সম্ভব। যেসকল রোগী বা যাদের ক্রিয়েটিনিন লেভেল বেশি তাদের অবশ্যই জীবনযাত্রার পাশাপাশি খাদ্যাভ্যাসের সামঞ্জস্যতা থাকা প্রয়োজন। সেক্ষেত্রে পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ান এর পরামর্শ গ্রহণ অবশ্যই জরুরী।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭