বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবেঃ পরিকল্পনামন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট ২০২২, ০৫:৩৪ বিকাল | অনলাইন সংস্করণ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সংগ্রামে মুক্তিযুদ্ধের পক্ষশক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার রাজধানীর পুরানা পল্টনের মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে 'বঙ্গবন্ধু :মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতির পিতার নেতৃত্বে ১৯৭১ সালে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে সেই অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তী সামরিক সাম্প্রদায়িক সরকারের সময়েও দেশকে পাকিস্তানের ভাবধারায় পরিচালিত করার অপচেষ্টা অব্যাহত ছিল।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে সেই ধারা থেকে বের করে আনার প্রচেষ্টা শুরু হয়। ফলে আজ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত করতে হবে। তাদের অসাম্প্রদায়িক ও গণতন্ত্রমনা করে গড়ে তুলতে হবে।

সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন বলেন, বাঙালি জাতীয়তাবাদ ও সংবিধানের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের অসাম্প্রদায়িক চেতনাকে বর্তমানে রক্ষা করা যাচ্ছে না। সংবিধানের চারটি মূলনীতিও অবিকৃত অবস্থায় নেই। মুক্তিযুদ্ধের ধারায় বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে গড়ে তুলতে হলে নতুন করে রাজনৈতিক ও আদর্শিক সংগ্রাম গড়ে তুলতে হবে।

মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্তের সভাপতিত্বে ও সম্পাদক মুকুল চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭