বিএসএমএমইউতে কাজের জন্য সময় বাড়ালো
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট ২০২২, ০৩:০২ রাত | অনলাইন সংস্করণ
|
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অফিস সময় পরিবর্তন করা হয়েছে। বিএসএমএমইউতে অফিস চলবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত। যদিও এর আগে সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। আজ রোববার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ বা অফিসের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার দুদিন নির্ধারণ করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ, অন্তবিভাগ, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, ফিভার ক্লিনিক, পিসিআর ল্যাব, জরুরি বিভাগ, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সকল ধরনের এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাফি, কার্ডিওলজি বিভাগের ইসিজি, ইকো, ইটিটি, অনকোলজি বিভাগের রেডিওথেরাপি, ডে-কেয়ার কেমোথেরাপি ও অন্যান্য বিভাগের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষাসহ সকল ল্যাবরেটরি সার্ভিস পূর্বের সময়সূচি অনুযায়ী বহাল থাকবে। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং শনিবার সকাল আটটা থেকে আড়াইটা পর্যন্ত চালু থাকবে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত চালু থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভাগসমূহ নিজ ব্যবস্থাপনায় রোস্টার প্রণয়ন করে শনিবারে উল্লিখিত সার্ভিসসমূহ পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সকল বিভাগের মর্নিং সেশনসমূহ পূর্বের সময়সূচী অনুযায়ী বহাল রাখার পাশাপাশি রোববার থেকে বৃহস্পতিবার বিকেলে নিয়মিত লেকচার ক্লাস নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ এ ব্যাপারে একটি রোস্টার প্রণয়ন করেন। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং শনিবার সকাল আটটা থেকে আড়াইটা পর্যন্ত চালু থাকবে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত চালু থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভাগসমূহ নিজ ব্যবস্থাপনায় রোস্টার প্রণয়ন করে শনিবারে উল্লিখিত সার্ভিসসমূহ পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সকল বিভাগের মর্নিং সেশনসমূহ পূর্বের সময়সূচী অনুযায়ী বহাল রাখার পাশাপাশি রোববার থেকে বৃহস্পতিবার বিকেলে নিয়মিত লেকচার ক্লাস নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ এ ব্যাপারে একটি রোস্টার প্রণয়ন করেন। এতে বলা হয়, সার্জারি অনুষদের বিভাগসমূহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অপারেশন কার্যক্রম প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলমান থাকবে। তবে প্রয়োজনে বিকেলের অপারেশন কার্যক্রম বর্ধিত সময়ে পরিচালনা করা যাবে। ওটিতে চেয়ারম্যানবৃন্দ অপারেশনের সমন্বয় করতে পারবেন। বিভাগীয় চেয়ারম্যানরা এ ব্যাপারে রোস্টার প্রণয়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জুলাই-২০২২ সেশনের পরীক্ষাসমূহ পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭