প্রধানমন্ত্রীর সঙ্গে চা-বাগান মালিকদের বৈঠক শুরু
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৮ আগস্ট ২০২২, ০১:১৪ রাত | অনলাইন সংস্করণ

চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাগান মালিকদের বৈঠক শুরু হয়েছে। শনিবার বিকেল সোয়া ৪টার দিকে গণভবনে এ বৈঠক শুরু হয়। এতে ১৩ জন মালিক অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে। 

আন্দোলনরত চা-শ্রমিকরা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী তাদের ন্যায্য মজুরির ব্যবস্থা করবেন। 

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলার ২৪১টি চা বাগানের শ্রমিকরা। প্রথমে ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন তাঁরা। এর পর ১৩ আগস্ট থেকে চা শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন। স্থানীয়ভাবে সমঝোতায় শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা করা হয়। পরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক হয় কয়েক দফা। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি।

জ্বলছে না চুলা: এদিকে আন্দোলনের কারণে শ্রমিকদের ঘরে চুলা আর জ্বলছে না। বাগান কর্তৃপক্ষ বর্তমান হারে রেশন দিতে চাইলেও আন্দোলনরত শ্রমিকরা রেশন গ্রহণ করেননি। এমনকি দৈনিক মজুরির টাকাও তাঁরা নিচ্ছেন না। ফলে অনেক পরিবারে খাবারের সংকট দেখা দিয়েছে। খেয়ে না খেয়ে আন্দোলন করছেন শ্রমিকরা।

শুক্রবার কোনো বিক্ষোভ কর্মসূচি না করলেও যথারীতি কর্মবিরতি পালন করেন তারা। শ্রমিকরা ১৭তম দিনেও অনড় অবস্থানে রয়েছেন। শ্রমিক নেতারা কর্মবিরতি চালিয়ে যেতে বাগানে বাগানে ও ভ্যালিতে সভা, সমাবেশ ও বিক্ষোভ করে যাচ্ছেন।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭