সরকারি অফিস এক দিন খোলা না থাকলেও সমস্যা নেইঃ জি এম কাদের
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট ২০২২, ০১:৩০ রাত | অনলাইন সংস্করণ

আজ শুক্রবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার জন্য সরকারি ছুটি দেওয়া উচিত বলে মনে করেন জি এম কাদের। তিনি বলেন, ‘কোনো কারণ ছাড়াই সরকারি অফিস পাঁচ দিন, চার দিন করার কথা বলছে। আমরা মনে করি, এক দিন না করলেও কোনো সমস্যা নাই। সরকার তো আল্লাহর রহমতে চলছে। কেউ চালাচ্ছে বলে মনে হচ্ছে না। যদি বিদ্যুতের কারণে বন্ধ করেন, তাহলে সারা সপ্তাহই বন্ধ রাখেন। অন্ততপক্ষে ঘুষের সমস্যা থেকে মানুষ মুক্তি পাবে। ধরনা দেওয়া, যাওয়া–আসার কষ্ট, ঘুষ দেওয়ার কষ্ট থেকে মানুষ মুক্তি পাবে।’

ক্ষমতাসীন দলের লোকজন মামলা ও ফেসবুকে পোস্ট দিয়ে হিন্দুদের বাড়িঘর দখল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জি এম কাদের। তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো শাস্তি হয় না। শাস্তি না হওয়ার কারণ হলো এসব অপকর্মের সঙ্গে জড়িত, যতগুলো সাম্প্রতিক ঘটনা আমাদের চোখে এসেছে, সব আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা–কর্মীদের দ্বারা সংগঠিত হয়েছে।

সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব ও রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সনাতন পার্টি যাত্রা শুরু করেছে। এর আহ্বায়ক সুশান্ত চন্দ্র বর্মন এবং সদস্যসচিব আইনজীবী সুমন কুমার রায়।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭