শিক্ষা পদ্ধতি ও শিক্ষার মান উন্নয়নে সাপ্পোরো ডেন্টাল কলেজ
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৬ আগস্ট ২০২২, ১১:০০ রাত | অনলাইন সংস্করণ

সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল বরাবরই শিক্ষকদের মান উন্নয়ন এবং ছাত্র ছাত্রীদের সঠিক শিক্ষাদান পদ্ধতি নিশ্চিতকরন এই দুইটি বিষয়ে বদ্ধ পরিকর।

সঠিক শিক্ষাদান প্রসঙ্গে FHESR ( Foundation For Health Education Service & Research) এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মহিউদ্দিন আহমেদ বলেন" 
একজন শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি  প্রানবন্ত হলেই ছাত্র ছাত্রীরা আগ্রহী হয়ে ক্লাসে আসবে এবংপাঠ্য বইয়ের প্রতি মনোযোগী হয়ে নিজেকে বিদ্যানুরাগী হিসাবে গড়ে তোলার আকাঙ্খা তৈরি হবে তাদের মনে।"

অধ্যক্ষ অধ্যাপক ডা. আসাদ- উজ-জামান ( মিশা)
বলেন " একজন শিক্ষকে সর্বপ্রথমে তার নিজের দুর্বলতা সম্পর্কে জানতে হবে, এরপর সেই দুর্বলতা দূর করার জন্য লিখা পড়া করতে হবে। কোন শিক্ষক যদি ছাত্র ছাত্রীদের পাঠদানের পূর্বে নিজেই পড়াশোনা না করে লেকচার বা টিউটোরিয়াল ক্লাস নেন তাহলে সেটা হবে একটা অপরাধ। একজন শিক্ষক শিক্ষিত হলে তার ছাত্র ছাত্রীরা অবশ্যই এর সুফল পাবে এবং এই ছাত্র ছাত্রীদের দ্বারাই দেশ ও সমাজের কল্যান বয়ে আনবে।"
শিক্ষকদের মান উন্নয়ন এবং ছাত্র  ছাত্রীদের সঠিক শিক্ষাদান পদ্ধতি নিশ্চিতকরন এই ধারাবাহিকতায় 
(“Small group learning “  as a part of training on Teaching methodology and Assessment arranged by SDCH, DGME and Center for medical education.)  বিগত ২৫/৮/২০২২ তারিখ এক কর্মশালা আয়োজিত  হয়েছে।  
small group learning  সম্পর্কে  বিস্তারিত আলোচনা করেছেন অধ্যাপক ডা. তৌফিক হোসাইন চৌধুরী ( বিভাগীয় প্রধান ডেন্টাল পাবলিক হেলথ, সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল)।

 

নিউজ ডেস্ক।  দৈনিক আজবাংলা 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭