বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে একটি গভর্নিং বডি গঠনের নির্দেশঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২, ০৬:০৯ বিকাল | অনলাইন সংস্করণ

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের জন্য একাধিক গর্ভনিং বডির পরিবর্তে অধিভুক্তি প্রদত্ত সকল বিশ্ববিদ্যালয়কে সমন্বিত করে একটি গভনিং বডি গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয়ের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের জনা একাধিক গর্ভনিং বডির পরিবর্তে অধিভুক্তি প্রদত্ত সকল বিশ্ববিদ্যালয়কে সমন্বিত করে একটি গভনিং বডি গঠনের লক্ষ্যে কর্মপন্থা নির্ধারণ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে গত ২৭ জুলাই একটি সভা অনুষ্ঠিত হয়।’

এতে সিদ্ধান্ত হয়, ‘সর্বশেষ অ্যাফেলিয়েটিং পাবলিক বা মেডিকেল বিশ্ববিদ্যালয় তার আইন অনুসারে গভর্নিং বডি গঠন করবে। একাধিক অ্যাফেলিয়েটিং পাবলিক বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রতি বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য কর্তৃক মনোনীত একজন করে প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।’

‘গভনিং বডি গঠনের ক্ষেত্রে সর্বশেষ অ্যাফেলিয়েটি পাবলিক বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চেয়ারম্যান এবং উদ্যোক্তা/উদ্যোক্তাগণের মনোনীত প্রতিনিধিকে ভাইস-চেয়ারম্যান করার বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে। এ ছাড়া গর্ভনিং বডিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিতা অধিদপ্তর এবং বিএমডিসি'র প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসি সভাপতি, স্বাস্থ্য সচিবের একান্ত সচিব, ঢাবির মেডিসিন অনুষদের ডীন, চবির মেডিসিন অনুষদের ডীনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭