মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানও দু'দিন ছুটি থাকবে
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট ২০২২, ০৭:৪৬ বিকাল | অনলাইন সংস্করণ
|
স্কুল-কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে দেশের সব মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও শুক্র-শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি থাকবে। মঙ্গলবার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নেওয়া হয় এই সিদ্ধান্ত। আদেশে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার নির্ধারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে সোমবার (২২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে শুক্র ও শনিবার ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়। বর্তমানে দেশের অনেক স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্রবার। সপ্তাহের বাকি ছয়দিনই চলে আসছিল ক্লাস কার্যক্রম। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক দুদিন ছুটি শুক্র ও শনিবার। তবে এবার থেকে সরকারিভাবেই শুক্র ও শনিবার ছুটি কার্যকর হলো। এদিকে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ক্লাসের সময় পরিবর্তন না হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণ দিবস ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সময় পরিবর্তন হচ্ছে না। এ জন্য কোনো ধরনের ক্ষতির মুখে শিক্ষার্থীদের পড়তে হবে না। ছয়দিনের পড়া পাঁচদিনে পড়ানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭