জনগণ দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছেঃ মীর নাছির
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট ২০২২, ০৫:৩৯ বিকাল | অনলাইন সংস্করণ
|
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, মানুষের ভোটের অধিকার হরণ করে লুটপাট আর দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। তারা এখন জনগণের সঙ্গে রসিকতা করছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন মোড়ে বায়েজিদ থানা বিএনপির গণমিছিলের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর নাছির বলেন, সরকারের ভয়াবহ দুঃশাসনে মানুষের দম বন্ধ হয়ে আসছে। মানুষ মুক্তভাবে শ্বাস নিতে চায়, গণতন্ত্র চায়। এ সরকারের পতন ছাড়া তা সম্ভব নয়। তিনি বলেন, এ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। লুটপাট করে ব্যাংকগুলো খালি করছে। সরকার প্রচার করছে- মেট্রোরেল হচ্ছে, টানেল হচ্ছে, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, মালয়েশিয়া হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমরা কী দেখছি? ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন নিচের দিকে নামা শুরু করেছে। শ্রীলংকাকে বাহাদুরি দেখিয়ে আড়াইশ মিলিয়ন ডলার লোন দিলো। এখন আইএমএফের কাছে, বিশ্বব্যাংকের কাছে, এডিবির কাছে লোন চাচ্ছে।’ মীর নাছির বলেন, এখন নৌকার তলি ফুটো হয়ে গেছে। কাঠ দিয়ে তালি দিয়ে রক্ষা করতে পারবেন না। জনগণ এখন দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। বুভুক্ষু মানুষের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। অচিরেই এ সরকারের পতন হবে ইনশাআল্লাহ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, দুর্নীতির মাধ্যমে দেশকে ফোকলা করে দিয়েছে এ সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়ে সরকারের বেসামাল মন্ত্রীরা এখন উল্টো-পাল্টা বকছেন। ‘বিনা কারণে ভোলায় আমাদের দুজনকে গুলি করে হত্যা করা হলো। গত ১৫ বছরে বিএনপির ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করেছে ফ্যাসিবাদী সরকার।’ বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, রাজপথে ঢল নামবে, ঢেউ উঠবে, সেই ঢেউয়ে যে সুনামি সৃষ্টি হবে, তাতে ফ্যাসিবাদী আওয়ামী সরকার ভেসে যাবে। সরকারের পতন অনিবার্য। সমাবেশে সভাপতিত্ব করেন বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য হারুন জামান, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াছ, মো. বেলাল, সাধারন সম্পাদক এস এম আবুল কালাম আবু, মামুন আলম, থানা বিএনপির সহ সভাপতি মফজল আহম্মেদ কোম্পানি, মো. ইব্রাহিম প্রমুখ।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭