পাস ৫৯.৪৫ শতাংশ, গুচ্ছের 'সি' ইউনিটে ফল প্রকাশ
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট ২০২২, ১২:১১ রাত | অনলাইন সংস্করণ

নতুন শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাস করেছেন ৫৯.৪৫ শতাংশ শিক্ষার্থী। সর্বোচ্চ নম্বর ৮৬.৭৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন ইশিকা জান্নাত নামের এক শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে গুচ্ছভর্তি ওয়েবসাইটে (gstadmission.ac.bd) সি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে বলে জানান গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক।

উপাচার্য বলেন, এবার গুচ্ছ পদ্ধতিতে বাণিজ্য অনুষদে মোট আবেদন করেছেন ৪২ হাজার ১৮০ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৯ হাজার ৭৩  ( ৯২.৬৩%) জন, আর অনুপস্থিত ছিলেন ৩ হাজার ১০৭ ( ৭.৬৭%) জন । এই ইউনিটে পাসের হার ৫৯.৪৫ শতাংশ আর অকৃতকার্য হয়েছেন ৪০.৫৪ শতাংশ। আর সর্বোচ্চ নম্বর ৮৬.৭৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে ইশিকা জান্নাত। ইশিকা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ে।

তিনি আরও বলেন, এ ফলাফল নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকে তাহলে সে পুনঃনিরক্ষণ করতে পারবে। এজন্য তাকে দুই হাজার টাকা ফি দিতে হবে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭