এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়লেন সাকিব আল হাসান বাহিনী
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট ২০২২, ১২:০৬ রাত | অনলাইন সংস্করণ
|
এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরে। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে সোয়া পাঁচটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করল সাকিব আল হাসান বাহিনী। নিজেদের প্রথম ম্যাচে ৩০ আগস্ট মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে দল- এটা জানা কথা। তাই দুপুর থেকেই বিমানবন্দরে ভিড় ছিল উৎসুক জনতার। এদিন একে সব ক্রিকেটার বিজনেস ক্লাসের গেইট দিয়ে প্রবেশ করলেও দেখা যায়নি দলনেতা সাকিব হাসানকে। পরে শোনা যায় যে, ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করেছেন সাকিব। এদিকে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না দলের ওপেনার এনামুল হক বিজয় ও ডানহাতি পেসার তাসকিন আহমেদের। ভিসা জটিলতার কারণে বুধবার দুবাইয়ের উদ্দেশে পাড়ি জমাবেন এই দুই তারকা ক্রিকেটার। তাদের সঙ্গে দেশ ছাড়বেন টিম বয় বুলবুলও। তারও ভিসায় জটিলতা দেখা দিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের দেশ ছাড়া কথা জানান দিয়েছেন ক্রিকেটাররা। ব্যাটিং অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তার সঙ্গে ছিলেন সাকিবসহ আরও চারজন ক্রিকেটার। ছবি ক্যাপশনে আফিফ লেখেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’ এদিকে সাব্বির নিজের ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন সাব্বির রহমানও। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে ছাড়াই এশিয়া কাপ খেলতে যাচ্ছে টাইগাররা। সোমবার এক বিবৃতির মাধ্যমে টি-টোয়েন্টি থেকে তাকে অব্যহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট(বিসিবি)। সদ্য নিয়োগপ্রাপ্ত টেকনিক্যাল কনসালটেন্ট ভারতের শ্রীধরন শ্রীরামের অধীনে থাকবে দল। আর তার সঙ্গে থাকছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এদিকে এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে থাকা দুই ক্রিকেটার হাসান মাহমুদ এবং নুরুল হাসান সোহান চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন। শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে ডাকা হয়েছে বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭