ভারতে মহানবীকে নিয়ে আবারও কটূক্তি, এমপি আটক
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২, ১১:৫৯ রাত | অনলাইন সংস্করণ
|
ইসলাম ধর্মের মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ভারতের তেলেঙ্গানা রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য রাজা সিংকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।পুলিশ জানায়, রাজা সিংয়ের বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে ইচ্ছাকৃতভাবে সহিংসতা সৃষ্টিসহ নানা অভিযোগে একটি মামলা হয়েছে। রাজা সিং দশ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে মহানবীকে নিয়ে তিনি অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার রাতে রাজা সিংকে গ্রেপ্তারের দাবিতে হায়দারাবাদের বিভিন্ন এলাকাসহ শহরের পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের মতে, রাজা সিংয়ের মন্তব্যের কারণে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। পাশাপাশি তারা রাজা সিংয়ের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। তারপরই পুলিশ তাকে আটক করে। গত জুন মাসে বিজেপি দলের সাবেক মুখপাত্র নুপুর শর্মা নবীজীকে নিয়ে কটূক্তি করেছিলেন। ওই মন্তব্যের জন্য ভারতসহ মুসলিম বিশ্বে তীব্র প্রতিবাদের ঝড় ওঠেছিল। তখন বিজেপি সরকার বাধ্য হয়ে নুপুর শর্মাকে বরখাস্ত করে। তার বিরুদ্ধে ভারতজুড়ে অন্তত ১০টি মামলা করা হয়।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭