চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবিঃ স্কপের
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২, ০৭:২৫ বিকাল | অনলাইন সংস্করণ

চা শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৩০০ টাকাসহ ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া, চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং সব শ্রমিক কর্মচারীকে বাজারমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্কপ নেতারা বলেন, নিত্যপণ্যের বর্তমান বাজার দরে ন্যূনতম মানবিক জীবনের জন্য দৈনিক ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয়। কর্মক্ষেত্রের শ্রমবিরোধ নিরসনে চা বাগান মালিকরা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীকে টেনে এনেছেন। আমরা প্রত্যাশা করি, চা শ্রমিকদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করতে দৈনিক নগদ মজুরি ৩০০ টাকাসহ চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হবে।

চা শ্রমিকরা বর্তমানে যে মজুরির জন্য আন্দোলন করছে সেই চুক্তির মেয়াদ শুরু হয়েছে ২০২১ সালের জানুয়ারিতে অর্থাৎ চুক্তির মেয়াদ ১৯ মাস অতিক্রান্ত হয়েছে অথচ নতুন চুক্তি হয়নি। এছাড়া চা বাগান মালিকরা আবাসন, চিকিৎসা ব্যয়সহ অন্যান্য সুবিধার বর্ণনা দিয়ে ৪০৩ টাকা মজুরি দেওয়ার হিসাব দিলেও বাস্তবে কোনো প্রতিফলন নেই। চা শ্রমিক পরিবারের প্রতিটি সদস্যের পুষ্টিহীনতা, শারীরিক অসুস্থতাই প্রমাণ করে মালিক পক্ষের বঞ্চনার শিকার তারা।

সমাবেশে স্কপের অন্যতম শীর্ষ নেতা শহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং অপর যুগ্ম সমন্বয়কারী আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় বক্তব্য দেন স্কপ নেতা আনোয়ার হোসেন, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, শামীম আরা, ডা. ওয়াজেদুল ইসলাম খান, নঈমুল আহসান জুয়েল, শাকীল আক্তার চৌধুরী, বাদল খান, নুরুল আমিন, আমিরুল হক আমিন, পুলক রঞ্জন ধর প্রমুখ।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭